Recent Submissions
জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে উত্তরা ইউনিভার্সিটিতে কর্মশালা
(আমার দেশ, 2025-08-22)
উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্যোগে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল লক্ষ্য ছিল বিপ্লবীদের নির্বাচন প্রক্রিয়া নির্ধারণ ও স্মৃতি সংরক্ষণ কার্যক্রমকে আনুষ্ঠানিক রূপ দেওয়া। এতে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এমএসএম শাহাবুদ্দিন ও স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিরেক্টর ড. শাহ আহমেদ।
Uttara University signs MoU with ICMAB to strengthen professional collaboration
(The Financial Express, 2025-08-28)
Uttara University signed a Memorandum of Understanding (MoU) with the Institute of Cost and Management Accountants of Bangladesh (ICMAB) on 28 August 2025. The collaboration, initiated by the School of Business Administration and the Office of External Affairs, aims to enhance academic and professional opportunities through knowledge sharing, skill development, and career-oriented programs. Under the agreement, business graduates of Uttara University will receive hassle-free admission to ICMAB with exemptions for six courses. The signing ceremony was attended by senior officials of Uttara University and distinguished representatives from ICMAB.
আমরা একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করছি
(Kaler Kantha, 2025-09-03)
উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখার একটি সাক্ষাৎকারের উপর ভিত্তি করে এই নিবন্ধটি লেখা হয়েছে। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, মানোন্নয়ন, এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, গত তিন দশকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মানসম্মত শিক্ষা, আধুনিক পাঠ্যক্রম এবং গবেষণার মাধ্যমে মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আন্তর্জাতিক র্যাংকিংয়ে তাদের ভালো অবস্থান শিক্ষার গুণগত মান বৃদ্ধিরই ইঙ্গিত দেয়। বর্তমানে, এই বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষাই নয়, বরং চাকরির বাজারের জন্য প্রস্তুত করতে শিল্প-শিক্ষা সম্পর্ক জোরদার করছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করছে, যার ফলে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ এবং চাকরির সুযোগ তৈরি হচ্ছে। ভবিষ্যতে, উত্তরা বিশ্ববিদ্যালয় গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, নতুন প্রযুক্তিনির্ভর প্রোগ্রাম চালু, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ কার্যক্রম, আন্তর্জাতিক র্যাংকিংয়ে ভালো অবস্থান অর্জন এবং ডিজিটাল শিক্ষার প্রসার ঘটাতে চায়। ড. ইয়াসমিন আরা শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি-র কাছে আর্থিক সহায়তা এবং বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ প্রোগ্রাম ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের জন্য বিশেষ উদ্যোগ প্রত্যাশা করেন। তিনি চান, সরকারি সংস্থাগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়কে শুধু নিয়ন্ত্রক হিসেবে নয়, বরং সহযাত্রী ও অংশীদার হিসেবে দেখবে।
আমরা একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করছি
(Daily Kaler Kantho, 2025-09-03) Daily Kaler Kantho
In this article, Professor Dr. Yasmin Ara, Vice-Chancellor of Uttara University, emphasizes that the university not only fosters academic excellence but also actively equips its approximately 33,000 students for real-world employment. The institution encourages participation in cultural activities, social responsibility, and research alongside formal curricula, ensuring well-rounded competencies. Dr. Ara highlights how students from this private university are effectively making their mark across diverse sectors, showcasing the university’s commitment to bridging theoretical knowledge with practical workplace readiness. The narrative underscores the university’s holistic approach in nurturing capable graduates who are ready to contribute meaningfully to the professional world.
Uttara University signs MoU with ICMAB to strengthen professional collaboration
(Daily Financial Express, 2025-08-28) Daily FInancial Express
Published on 28 August 2025, this Financial Express article reports on a strategic Memorandum of Understanding signed between Uttara University and the Institute of Cost and Management Accountants of Bangladesh (ICMAB), facilitated through the university’s School of Business Administration and Office of External Affairs. The agreement grants business graduates f Uttara University streamlined admission to ICMAB with exemptions for six courses, and signals a purposeful move to enhance academic care through professional collaboration. Notable attendees included Vice Chancellor Professor Dr. Eaysmin Ara Lekha and Pro-Vice Chancellor Professor Dr. Gour Gobinda Goswami of Uttara University, alongside representatives from ICMAB such as Vice President Md Kausar Alam FCMA, Council Member Mohammed Jahangir Alam FCMA, and Additional Director Md. Abdul Maleque. The MoU is poised to foster knowledge sharing, skill development, and career-focused initiatives for students, faculty, and professionals.