বাল্যবিয়ে: প্রতিরোধে করনীয়
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
দৈনিক আমার দেশ
Abstract
ইয়াসমীন আরা লেখার “বাল্যবিয়ে প্রতিরোধে করণীয়” শীর্ষক প্রবন্ধটি, যা ৩১ আগস্ট ২০০৮ তারিখে দৈনিক আমার দেশে প্রকাশিত হয়, বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান বাল্যবিবাহের সমস্যা ও এর প্রতিরোধমূলক করণীয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। প্রবন্ধে উল্লেখ করা হয়েছে যে বাল্যবিবাহ কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা, স্বাধীনতা ও সামগ্রিক উন্নয়নের ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলে এবং এটি দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। লেখক বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, প্রচলিত আইন কঠোরভাবে প্রয়োগ, মেয়েদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ বৃদ্ধি, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং পরিবার ও সমাজকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। সামাজিক রীতিনীতি, দারিদ্র্য ও ভ্রান্ত ধারণার মতো মূল কারণগুলো চিহ্নিত করে প্রবন্ধটি বহুমুখী ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে। সামগ্রিকভাবে, এটি সরকার, নাগরিক সমাজ ও স্থানীয় সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাল্যবিবাহ নির্মূলের আহ্বান জানায়।
Description
Citation
ইয়াসমীন আরা লেখা। (২০০৮, আগস্ট ৩১)। বাল্যবিয়ে প্রতিরোধে করণীয়। দৈনিক আমার দেশ। URI: http://dspace.uttarauniversity.edu.bd:4000/handle/123456789/565