বাঁচার জন্য আবহাওয়া জলবায়ু ও বিশুদ্ধ বায়ু
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
দৈনিক ইত্তেফাক
Abstract
ইয়াসমীন আরা লেখা “বাঁচার জন্য আবহাওয়া, জলবায়ু ও বিশুদ্ধ বায়ু” শীর্ষক প্রবন্ধটি, যা ২৩ মার্চ ২০০৯ তারিখে ডেইলি ইত্তেফাকে প্রকাশিত হয়, মানবজীবন ও পরিবেশের টেকসই ভবিষ্যতের জন্য আবহাওয়া, জলবায়ুর স্থিতিশীলতা এবং বিশুদ্ধ বায়ুর অপরিহার্যতার ওপর জোর দেয়। প্রবন্ধে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব যেমন তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত আবহাওয়া, দূষণের মাত্রা বৃদ্ধি ও পরিবেশগত অবক্ষয় মানুষের স্বাস্থ্য ও প্রতিবেশব্যবস্থার জন্য যে গুরুতর হুমকি সৃষ্টি করছে, তা তুলে ধরা হয়েছে। লেখক পরিবেশ সংরক্ষণ, গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ব্যবহারের প্রসার এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর নীতি গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। সামগ্রিকভাবে, প্রবন্ধটি মানবজীবন, পরিবেশ ও জলবায়ুর পারস্পরিক নির্ভরশীলতা ব্যাখ্যা করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানায়।
Description
Citation
ইয়াসমীন আরা লেখা। (২০০৯, মার্চ ২৩)। বাঁচার জন্য আবহাওয়া, জলবায়ু ও বিশুদ্ধ বায়ু। ডেইলি ইত্তেফাক।