শিক্ষাঙ্গনে যৌন নিপীড়ন: চাই মিলিত প্রতিরোধ

Abstract

এই প্রবন্ধে শিক্ষাঙ্গনে চলমান যৌন নিপীড়নের ক্রমবর্ধমান উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে। লেখক দেখিয়েছেন যে বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী—বিশেষ করে নারী শিক্ষার্থীরা—যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও নৈতিক সঙ্কটের শিকার হচ্ছে। সামাজিক নীরবতা, প্রশাসনিক দুর্বলতা, দায়মুক্তির সংস্কৃতি এবং ভুক্তভোগীর প্রতি নেতিবাচক মনোভাব এ ধরনের অপরাধকে আরও তীব্র করে তুলছে। লেখাটি যৌন নিপীড়নের প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, প্রশাসক, শিক্ষার্থী এবং সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি শক্তিশালী নীতিমালা, সচেতনতা, নিরাপদ পরিবেশ সৃষ্টি, অভিযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয়তাও জোরালোভাবে উপস্থাপিত হয়েছে। সামগ্রিকভাবে প্রবন্ধটি শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখার জন্য সমাজের সমন্বিত ও সক্রিয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায়।

Description

Citation

ইয়াসমীন আরা লেখা ।(২০১১, জুলাই ১৭)। শিক্ষাঙ্গনে যৌন নিপীড়ন: চাই মিলিত প্রতিরোধ। দৈনিক ইত্তেফাক।

Endorsement

Review

Supplemented By

Referenced By