নারী উত্ত্যক্তকরণঃ আসুন, ওদের ঘৃণা করি
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
দৈনিক প্রথম আলো
Abstract
প্রবন্ধটি মূলত নারী ও যুবসমাজকে লক্ষ্য করে সংঘটিত ইভ টিজিং (Eve-teasing) এবং যৌন হয়রানির মতো অপরাধের বিরুদ্ধে সামাজিক ঘৃণা ও প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। লেখক মনে করেন, কেবলমাত্র আইনি পদক্ষেপ বা শাস্তির মাধ্যমেই এসব অপরাধ বন্ধ করা সম্ভব নয়, বরং সামাজিক প্রতিরোধ এবং অপরাধীদের প্রতি ঘৃণা প্রদর্শন জরুরি। নিবন্ধে উল্লেখ করা হয়েছে যে, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে অবশ্যই এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে নারী তার অধিকার সম্পর্কে সচেতন হবে এবং সমাজ অপরাধীকে সামাজিকভাবে বর্জন করবে। লেখক আহ্বান জানিয়েছেন, ইভ টিজিংয়ের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত সকল স্তরে সচেতনতা সৃষ্টি এবং অপরাধীদের সামাজিকভাবে বিচ্ছিন্ন করার পদক্ষেপ নিতে হবে।
Description
Citation
ইয়াসমীন আরা লেখা। (২০১১)। আসুন, ওদের ঘৃণা করি। প্রথম আলো।