নজরুল-সৃষ্টি ফিরে দেখা

Abstract

এই গ্রন্থে বাংলা সাহিত্যের এক বিপ্লবী কবি‑স্রষ্টা কাজী নজরুল ইসলাম‑এর সৃষ্টিশীলতা “ফিরে দেখা” দৃষ্টিকোণ থেকে অনুধাবন করার চেষ্টা করা হয়েছে। তাঁর বহুমাত্রিক সাহিত্যিক পরিচিতি — কবি, গল্পকার, নাট্যকার, সংগীতজ্ঞ ও সাংবাদিক হিসেবে — এবং সেই পরিচিতির সঙ্গে যুক্ত সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট আলোচনা করা হয়েছে। গ্রন্থে নজরুলের ‘বিদ্রোহী’ মনোবৃত্তি, অসাম্প্রদায়িক ভাবনা, প্রেম ও মানবতার প্রতিফলন, বাংলা‑ইসলাম সম্পৃক্ততার সচেতনতা এবং সময়ের সঙ্গে তাঁর সৃষ্টিতে ঘটেছে পরিবর্তনের দিকসমূহ বিশ্লেষণ করা হয়েছে। বিশেষবিষয় হিসেবে দেখানো হয়েছে, তার সৃষ্টি‑জগত কেবল সাহিত্যিক নয়, বরং সময়সন্ধিক্ষণী — একটি স্বাধীনচেতা মনোবলের বহিঃপ্রকাশ। এইভাবেই গ্রন্থটি পাঠককে নতুন চোখে “নজরুল‑সৃষ্টি”কে দেখা ও উপলব্ধ করার সুযোগ করে দেয়।

Description

Citation

ইয়াসমীন আরা লেখা।(২০২৩)। নজরুল-সৃষ্টি ফিরে দেখা I পাঞ্জেরী পাবলিকেশন্স।

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By