উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও নবীন বিতর্ক প্রতিযোগিতা
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Daily Bangladesh Pratidin
Abstract
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম (বিএনডিপি) "কোমল শব্দে, কঠিন যুক্তি" স্লোগানকে ধারণ করে ২৭ এপ্রিল ২০২৪ তারিখে উত্তরা ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে "বিএনডিপি ডিবেটার হান্ট-২০২৪" ও নবীন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় সারাদেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ জন উদীয়মান বিতার্কিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী এবং বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ড. এম আমজাদ হোসেন, রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সাবেক সভাপতি ও উত্তরা ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের উপদেষ্টা ফয়সাল মাহমুদ শান্ত। বিতর্ক প্রতিযোগিতার সফল সমাপ্তির পর, অংশগ্রহণকারীদের নিয়ে ৫ ও ৬ মে উত্তরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে "বিএনডিপি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪" অনুষ্ঠিত হয়, যেখানে সারাদেশ থেকে ৪৮টি বিতর্ক দল অংশগ্রহণ করে।