নারী উদ্যোক্তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ান

Abstract

প্রবন্ধটিতে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের প্রতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অসহযোগিতা এবং এর ফলে নারীর ক্ষমতায়ন ও সরকারের উন্নয়নমূলক উদ্যোগ ব্যাহত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। সরকারের নীতি ও নির্দেশনায় নারী উদ্যোক্তা সৃষ্টি এবং এসএমই খাতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির কথা স্পষ্ট হলেও বাস্তব ক্ষেত্রে অনেক নারী নিয়মিতভাবে ঋণপ্রাপ্তিতে বাধার মুখে পড়ছেন। বিভিন্ন উদাহরণে দেখা যায়, ব্যাংক ব্যবস্থাপনা, প্রশাসনিক জটিলতা এবং অনীহার কারণে নারী উদ্যোক্তারা প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাচ্ছেন না। এতে সরকারের সদিচ্ছা ও উন্নয়ন পরিকল্পনা বিঘ্নিত হচ্ছে। প্রবন্ধটি নারীর অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচেতন ভূমিকা, নারী উদ্যোক্তাদের জন্য সহজতর ঋণপ্রক্রিয়া, নির্দিষ্ট ব্যবসাক্ষেত্র নির্ধারণ, এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। সর্বোপরি, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোর সব স্তরে সহযোগিতার মাধ্যমেই নারীর উন্নয়ন ও জাতীয় অগ্রগতি নিশ্চিত করা সম্ভব-এ কথাই প্রবন্ধটিতে প্রতিপাদিত হয়েছে।

Description

Citation

ইয়াসমীন আরা লেখা। (২০১৭,জানুয়ারি ৬)। নারী উদ্যোক্তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ান।দৈনিক কালের কণ্ঠ।

Endorsement

Review

Supplemented By

Referenced By