নারী নির্যাতন প্রতিরোধে করনীয়।

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

দৈনিক আমার দেশ

Abstract

লেখক ইয়াসমীন আরা লেখা “নারী নির্যাতন প্রতিরোধে করণীয়” শীর্ষক প্রবন্ধটি, যা ২৮ জানুয়ারি ২০০৯ তারিখে দৈনিক আমার দেশে প্রকাশিত হয়, বাংলাদেশে নারীর ওপর সংঘটিত বিভিন্ন ধরণের নির্যাতন ও তার প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপসমূহ বিশদভাবে আলোচনা করেছে। প্রবন্ধে গৃহ-সহিংসতা, যৌন হয়রানি, সামাজিক বৈষম্যসহ নারীর প্রতি বহুমাত্রিক সহিংসতার চিত্র তুলে ধরা হয়েছে এবং সমাজে প্রচলিত সাংস্কৃতিক, কাঠামোগত ও মানসিকতার কারণে এসব সহিংসতা কীভাবে স্থায়ী হয়ে উঠছে তা ব্যাখ্যা করা হয়েছে। লেখক নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রয়োগ, বিচারপ্রাপ্তির সহজলভ্যতা, ভুক্তভোগীর জন্য সহায়তামূলক ব্যবস্থার সম্প্রসারণ এবং আইনি সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষা, পরিবার ও সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। সামগ্রিকভাবে, প্রবন্ধটি নারী নির্যাতন প্রতিরোধে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সব পক্ষের যৌথ দায়িত্বের গুরুত্ব তুলে ধরে।

Description

Citation

ইয়াসমীন আরা লেখা। (২০০৯, জানুয়ারি ২৮)। নারী নির্যাতন প্রতিরোধে করণীয়। দৈনিক আমার দেশ। URI: http://dspace.uttarauniversity.edu.bd:4000/handle/123456789/573

Endorsement

Review

Supplemented By

Referenced By