ম্যাজিক রিয়েলিজম প্রাচ্য-পাশ্চাত্যের পরিপ্রেক্ষিতে একটি তুলনামূলক পাঠ
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
বাংলা বিভাগ, উত্তরা ইউনিভার্সিটি
Abstract
১৯৬৭ সালে প্রকাশিত হয় গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের নিঃসঙ্গতার একশ বছর। ম্যাজিক রিয়েলিজমের নির্যাসকে অবলম্বন করে রচিত এই উপন্যাস ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করে। বুয়েন্দিয়া পরিবারের ১০০ বছরের ইতিহাসের সমান্তরালে উদ্ভাসিত হয়েছে দক্ষিণ আমেরিকার দীর্ঘ ইতিহাস(যুদ্ধ, ঔপনিবেশিক শাসন প্রভৃতি), নিজস্ব বিশ্বাস, সংস্কৃতি, রূপকথা প্রভৃতি। দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সংঘটিত কলা কোম্পানির গণহত্যা, হাজার দিনের যুদ্ধ, গেরিলা অভ্যুত্থান, মাকোন্দোয় রেললাইনের আবিষ্কারের চাইতে এখানে অধিকতর বাস্তব হয়ে ওঠে বুয়েন্দিয়া পরিবারের উরসুলার শত আয়ু(যেকিনা বুয়েন্দিয়াদের ৭টি প্রজন্মের পরিণতির সাক্ষী), শূকরের লেজসহ সন্তান জন্মদান এখানে স্বাভাবিক বিষয়, রাণী হবার প্রতিযোগিতা, হাজার দিনের বৃষ্টি কিংবা সুন্দরী রেমেদিওসের রূপের অনলে বৃথাই আত্মাহুতি দেওয়া প্রণয়পিপাসুরা অথবা প্রকাশ্য দিবালোকে সুন্দরী রেমেদিওসের আকাশে মিলিয়ে যাওয়া। ম্যাজিক রিয়েলিজমের মোড়কে পরিবেশিত এই উপন্যাসে সূ²াতিসূ² বিষয়কে হাজির করা হয়েছে বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করার জন্য। আবার, ১৯৯৬ সালে প্রকাশিত আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহ থেকে দেশভাগ ও দেশভাগের পরে অস্থির রাজনৈতিক পরিস্থিতি বর্ণিত হয়েছে ম্যাজিক রিয়েলিজমের আঙ্গিককে অবলম্বন করে। খোয়াব বা স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারেনা। স্বপ্নের হাতছানিতে মানুষ প্রাপ্তির প্রত্যাশায় ছুটে চলে প্রতিনিয়ত। কিন্তু, তমিজের মতো বিপন্ন মানুষের সেই আরাধ্য স্বপ্নগুলো অধরাই থেকে যায়। ফলে দেখা যায়, তেভাগা আন্দোলন, দেশভাগ, পলাশীর যুদ্ধ, সিপাহি বিদ্রোহ, ফকির বিদ্রোহ প্রভৃতি ঐতিহাসিক ঘটনার সংমিশ্রণ ঘটেছে খোয়াবনামা’য়। নি¤œবিত্ত ও মধ্যবিত্ত মানসের প্রত্যাশা ও প্রাপ্তি, সংগ্রাম, স্বপ্নভঙ্গ, গ্রামীণ ও শহুরে জীবনের রাজনৈতিক প্রতিঘাত এসবকিছুর প্রতিভ‚ হিসেবে পাই তমিজ, তমিজের বাপ, চেরাগ আলী ফকির, বাঘার মাঝি, কুলসুম, শরাফত মÐল, কেরামত, ফুলজান ও বৈকুন্ঠকে। এরই সমান্তরালে দেশভাগ, সা¤প্রদায়িক দাঙ্গা, দেশত্যাগ, রিফিউজি আগমন, তেভাগা আন্দোলনের বিবরণ উপন্যাসের ৫৯ টি পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। এই গবেষণাকর্মে পাশ্চাত্য ও প্রাচ্যের এই দুই সাহিত্যকর্মে ম্যাজিক রিয়েলিজমের প্রয়োগের সাথে লাতিন আমেরিকা ও বাংলা ভ‚-খÐের ইতিহাসকে অনুসন্ধানের প্রচেষ্টা রয়েছে।
Description
Keywords
Citation
হান, হ. ম. (2024, December). ম্যাজিক রিয়েলিজম: প্রাচ্য-পাশ্চাত্যের পরিপ্রেক্ষিতে একটি তুলনামূলক পাঠ. লেখনী: ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক জার্নাল, 2. বাংলা বিভাগ, উত্তরা ইউনিভার্সিটি।