উত্তরা ইউনিভার্সিটিতে আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
The Daily Campus
Abstract
উত্তরা ইউনিভার্সিটিতে ২০২৫ সালে আয়োজিত আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা দেশের আঞ্চলিক ভাষা, সংস্কৃতি ও হাস্যরসাত্মক উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সৃজনশীল প্রকাশকে উৎসাহিত করেছে। ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাব (ইউইউডিসি) আয়োজিত এই প্রতিযোগিতায় বরিশাল, ময়মনসিংহ, যশোর, পুরান ঢাকা, নোয়াখালী ও রংপুর অঞ্চলের মোট ছয়জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। “আঞ্চল হিসেবে আমিই সেরা” শিরোনামকে কেন্দ্র করে বিতার্কিকরা নিজেদের আঞ্চলিক পরিচয় ও বৈশিষ্ট্যকে রম্যরস, গান, কবিতা এবং অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেন, যা অনুষ্ঠানে প্রাণবন্ততা ও শিক্ষার্থীদের মধ্যে আন্তঃআঞ্চলিক সম্প্রীতি বৃদ্ধি করে। বিচারকদের সিদ্ধান্তে ময়মনসিংহ অঞ্চলের প্রতিনিধি প্রথম, বরিশাল অঞ্চলের প্রতিনিধি দ্বিতীয় এবং নোয়াখালী অঞ্চলের প্রতিনিধি তৃতীয় স্থান অর্জন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ক্রেস্ট এবং সকল অংশগ্রহণকারীকে মেডেল প্রদান করা হয়। এই আয়োজন শিক্ষার্থীদের ভাষাগত বৈচিত্র্যকে সম্মান প্রদর্শন, সাংস্কৃতিক পরিচয় বিকাশ ও সৃজনশীল প্রকাশের জন্য একটি তাৎপর্যপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।
Description
Citation
দ্য ডেইলি ক্যাম্পাস। (২০২৫, ডিসেম্বর ১২)। উত্তরা ইউনিভার্সিটিতে আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা I