উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও ও নোভিস ন্যাশনালের ফাইনাল অনুষ্ঠিত ।
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Daily Ittefaq
Abstract
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম (বিএনডিপি) ২৭ এপ্রিল ২০২৪ তারিখে উত্তরা ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে 'বিএনডিপি ডিবেটার হান্ট' এবং ৫ ও ৬ মে ২০২৪ তারিখে 'মে দিবস নোভিস ন্যাশনাল বিতর্ক প্রতিযোগিতা'র আয়োজন করে। প্রথম ইভেন্টে সারাদেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ জন উদীয়মান বিতার্কিক অংশগ্রহণ করেন। দ্বিতীয় ইভেন্টে ৪৮টি বিতর্ক দলের ১৩২ জন বিতার্কিক প্রতিযোগিতায় অংশ নেন এবং প্রায় ৯০ জন বিচারক বিচারকার্য পরিচালনা করেন। গ্র্যান্ড ফাইনালে ডিবেট ক্লাব অব নওগাঁর 'ডিসিএন-বিক্রমবিহার' দল চ্যাম্পিয়ন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেটের 'সিইউএসডি-বুদ্ধিজীবী চত্ত্বর' দল রানার আপ হয়। ফাইনালের শ্রেষ্ঠ বক্তা হন তানজিম বিন বারী এবং প্রতিযোগিতার সেরা বিতার্কিক নির্বাচিত হন তাহসিনা রহমান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর সাদেকা হালিম এবং বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন উত্তরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা। অনুষ্ঠানে অতিথিরা নতুন বিতার্কিকদের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে বিএনডিপির আয়োজনে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
Description
Citation
Ittefaq. (2024, April 27). উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও ও নোভিস ন্যাশনালের ফাইনাল অনুষ্ঠিত. The Daily Ittefaq. https://www.ittefaq.com.bd/686550