উত্তর-উপনিবেশবাদী বীক্ষণে সৈয়দ ওয়ালীউল্লাহর কদর্য এশীয় বনাম নব্য-উপনিবেশবাদ
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
বাংলা বিভাগ, উত্তরা ইউনিভার্সিটি
Abstract
কদর্য এশীয় বাংলাদেশের প্রসিদ্ধ ঔপন্যাসিক সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা একটি নাতিদীর্ঘ রাজনৈতিক উপন্যাস। উপন্যাসটি দীর্ঘদিন পাঠকের দৃষ্টির আড়ালে থাকলেও ২০০৬ সালে অনুদিত গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। কদর্য এশীয় গ্রন্থটিতে লেখক কাহিনির আদলে যে সুচিন্তিত রাজনৈতিক বয়ান তুলে ধরতে চেয়েছেন তার যথাযথ বিচার করতে প্রয়োজন উত্তর-ঔপনিবেশিক দৃষ্টির। উত্তর-ঔপনিবেশিক বিশ্বে উপনিবেশবাদ রঙ বদলে নানান বেশে এখনও পুরোদমে হাজির আছে। নব্যউপনিবেশবাদ প্রতিষ্ঠার মাধ্যমে সাম্রাজ্যবাদী শক্তিরা এখনও তৃতীয় বিশ্বেও উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে পরোক্ষ শোষণ কায়েম রেখেছে। উন্নয়নশীল রাষ্ট্রগুলোও অর্থনৈতিক স্বনির্ভরতার অভাবে পুনঃপুনঃ উন্নত বিশ্বেও কুটনৈতিক ফাঁদে পা বাড়াচ্ছে। এই ভারতীয় উপমহাদেশ প্রায় দু’শত বছর ধরে যে ব্রিটিশ উপনিবেশের অধীনে ছিলো সে উপনিবেশিত ভূখÐেরই লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ। উপনিবেশবাদেও প্রত্যক্ষদর্শী লেখক ওয়ালীউল্লাহ সদ্য উপনিবেশমুক্ত একটি রাষ্ট্র ঠিক কি প্রক্রিয়ায় নব্য-উপনিবেশবাদের শিকার হয়ে পড়ে তার বিশ্লেষণ এবং সমালোচনা করেছেন উপন্যাসটিতে।
পূর্ববর্তী প্রাবন্ধিকগণ উপন্যাসটির চরিত্র ও সামাজিক বাস্তবতাকে নানানভাবে বিশ্লেষণ করেছেন। তবে, নব্য-উপনিবেশবাদ ও উত্তর-উপনিবেশবাদী দৃষ্টিকোণ থেকে তাঁদেও বিশ্লেষণ সীমিত ছিল। কদর্য এশীয় কি কেবল একটি আঞ্চলিক রাজনীতির গল্প, নাকি এটি একটি বৃহত্তর নব্য উপনিবেশবাদী কাঠামোর অংশ? এই ব্যতিক্রমী উপন্যাসটি গুটিকয়েক সমালোচকের নজর কাড়লেও উত্তর-উপনিবেশিক সাহিত্য হিসেবে উপন্যাসটির যথেষ্ট মর্যদালাভ হয়নি। উপন্যাসটি এবং ঔপন্যাসিকের হাত ধরে বাংলাসাহিত্যে উত্তর-উপনিবেশিক সাহিত্যের যে ধারার সূত্রপাত হবার কথা ছিলো তা মধ্যপথে থেমে গিয়েছে। অদ্যবধি বাংলা সাহিত্য ভাÐারে উত্তর-উপনিবেশিক সাহিত্যের আধিক্য খুব বেশি নয়। সুতরাং, এই প্রবন্ধে কদর্য এশীয় নামের উপন্যাসটিতে একজন উপনিবেশিতের লেখনীতে প্রতিবিম্বিত ঔপনিবেশিক রাজনীতির বয়ানকে উত্তর-উপনিবেশিক তত্তে¡র বিবেচনায় বিশ্লেষণ করার প্রচেষ্টা থাকবে। প্রবন্ধে প্রমাণ করার চেষ্টা থাকবে যে ওয়ালীউল্লাহর দৃষ্টিভঙ্গি একদিকে তাঁর নিজস্ব সাংস্কৃতিক অভিজ্ঞতার ফসল, অন্যদিকে পশ্চিমা আধিপত্যের প্রতি একটি প্রতিরোধ।
Description
Keywords
Citation
তানজিম, ত. ফ. (2024, December). উত্তর-উপনিবেশবাদী বীক্ষণে সৈয়দ ওয়ালীউল্লাহর কদর্য এশীয় বনাম নব্য-উপনিবেশবাদ. লেখনী: ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক জার্নাল, 2. বাংলা বিভাগ, উত্তরা ইউনিভার্সিটি।