উত্তরা ইউনিভার্সিটিতে কফি উইথ এসওবি অ্যালামনাই অনুষ্ঠিত

Abstract

উত্তরা ইউনিভার্সিটির অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের উদ্যোগে ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে গতকাল উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যালামনাইদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে"কফি উইথ এসওবি অ্যালামনাই" অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। বিশেষ অতিথি ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী। আরো উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. এএসএম শাহাবুদ্দিন, কাজী তারেক উল্লাহ প্রমুখ।

Description

Keywords

Citation

উত্তরা ইউনিভার্সিটিতে কফি উইথ এসওবি অ্যালামনাই অনুষ্ঠিত. (2025, May 11). Daily Bonik Barta.

Endorsement

Review

Supplemented By

Referenced By