উত্তরা ইউনিভার্সিটিতে এডুকেশন এন্ড এডমিশন ফেয়ার শুরু
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
The Daily Campus
Abstract
এই সংবাদ প্রতিবেদনটি জানায় যে, ১ ডিসেম্বর ২০২৫ তারিখে উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ১৫ দিনের শিক্ষা ও অ্যাডমিশন ফেয়ার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফেয়ারের উদ্দেশ্য সম্ভাব্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রাম, একাডেমিক সুযোগ-সুবিধা, গবেষণা, সহ-শিক্ষা কার্যকলাপ, ক্যাম্পাস সংস্কৃতি ও সাধারণ পরিবেশ সম্পর্কে সঠিক ধারণা দেয়া। প্রতিটি বিভাগের জন্য আলাদা স্টল রাখা হয়েছে, যেখানে শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্রথম দিন দুপুরে ভিসি রিবন কেটে ফেয়ার উদ্বোধন করেন এবং প্রথম দিন থেকেই ভালো সংখ্যক দর্শনার্থীর আগমন ও প্রাণবন্ত ভিড় তৈরি হয়।
Description
Keywords
উত্তরা ইউনিভার্সিটি, শিক্ষা মেলা, অ্যাডমিশন ফেয়ার, স্থায়ী ক্যাম্পাস, বিভাগীয় স্টল, ছাত্রছাত্রী, অভিভাবক, একাডেমিক সুযোগ, গবেষণা সুযোগ, সহ‑শিক্ষা কার্যকলাপ, ক্যাম্পাস জীবন, ১৫ দিনব্যাপী মেলা, Uttara University, education fair, admission fair, permanent campus, departmental stalls, students, parents, academic opportunities, research opportunities, extracurricular activities, campus life, 15-day event
Citation
The Daily Campus. (২০২৫, ডিসেম্বর ১)। উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষা ও অ্যাডমিশন ফেয়ার শুরু।