অপরিচিত লোকের সঙ্গে গাড়ী শেয়ার আর নয়

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

দৈনিক যায়যায়দিন

Abstract

এই প্রবন্ধে লেখক নগরবাসীর নিরাপত্তা ঝুঁকি এবং সাম্প্রতিক সময়ে বেড়ে ওঠা অপরিচিত ব্যক্তির সঙ্গে গাড়ি শেয়ারের নেতিবাচক পরিণতি তুলে ধরেছেন। প্রবন্ধে উল্লেখ করা হয় যে অপরিচিত ব্যক্তিকে সঙ্গে নিয়ে ভ্রমণ করা বিশেষত নারীদের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি সৃষ্টি করে, যা নানা ধরনের অপরাধের কারণ হতে পারে। লেখক সতর্ক করেন যে নিরাপত্তার স্বার্থে যাত্রীদের আরও সচেতন হতে হবে এবং ব্যক্তিগত সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি পরিবহন খাতে নিয়ন্ত্রণ, নজরদারি এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগের ওপরও তিনি গুরুত্বারোপ করেন। সামগ্রিকভাবে, প্রবন্ধটি নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ব্যক্তিগত দায়িত্ব ও সামাজিক সচেতনতার ওপর আলোকপাত করে।

Description

Citation

ইয়াসমীন আরা লেখা।২০১০, জুন ২৫)। অপরিচিত লোকের সঙ্গে গাড়ি শেয়ার আর নয়। ডেইলি যায়যায়দিন।

Endorsement

Review

Supplemented By

Referenced By