বাংলাদেশ সংবিধানে নারীর মৌলিক চাহিদা পূরণে মৌলিক অধিকার প্রসঙ্গ: ইসলামের দৃষ্টিতে একটি পর্যালোচনা

Abstract

মানুষের জীবনধারণ ও মর্যাদাপূর্ণ জীবন যাপনের জন্য অতি প্রয়োজনীয় কতিপয় অধিকারের নামই হচ্ছে মৌলিক অধিকার। মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার প্রয়োজন তেমনি পূর্ণভাবে বিকশিত হওয়ার জন্য প্রয়োজন শিক্ষা ও বিনোদন। অথচ খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও বিনোদন ইত্যাদি বিষয়গুলো থেকে বাংলাদেশের নারীরা বঞ্চিত ও বৈষম্যের শিকার। কিন্তু ইসলামে দৈহিক গঠন ব্যতীত সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও মৌলিক অধিকারের ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যকার কোন ব্যবধান নেই। তাই মৌলিক অধিকারের ক্ষেত্রে নারীদের বৈষম্যমূলক অবস্থার পরিবর্তনের প্রত্যাশাই আলোচ্য প্রবন্ধের মূল বিষয়।

Description

Citation

Afroze, A. Dr. (2016, October). “বাংলাদেশ সংবিধানে নারীর মৌলিক চাহিদা পূরণে মৌলিক অধিকার প্রসঙ্গ: ইসলামের দৃষ্টিতে একটি পর্যালোচনা.” Journal of Islamic Studies, vol. 1, no. 1, Oct. 2016, pp. 33–46. Department of Islamic Studies, Uttara University. ISSN: 2414-3200.

Endorsement

Review

Supplemented By

Referenced By