শিক্ষক প্রশিক্ষণে অন্তরায় দূরীকরণ

Abstract

এই নিবন্ধটি পেশাদারী স্থায়ীকরণের জন্য প্রয়োজনীয় বাধ্যতামূলক বি.এড ডিগ্রি অর্জনে শিক্ষকদের পথে থাকা পদ্ধতিগত বাধাগুলো পর্যালোচনা করে। লেখক কেবল সরকারি কলেজগুলোতে প্রশিক্ষণের সুযোগ সীমিত রাখার নীতির সমালোচনা করেছেন এবং যুক্তি দিয়েছেন যে এটি প্রায় ৩ লক্ষ প্রশিক্ষণহীন শিক্ষকের জন্য একটি প্রতিবন্ধকতা তৈরি করছে। সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা উৎসাহিত করার মাধ্যমে দেশ আরও কার্যকরভাবে দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারবে বলে লেখক বিশ্বাস করেন।

Description

Citation

এম. আজিজুর রহমান। (২০০৮, জুন ২৯)। শিক্ষক প্রশিক্ষণে অন্তরায় দূরীকরণ। দৈনিক আমার দেশ ।

Endorsement

Review

Supplemented By

Referenced By