চাই ভোক্তা অধিকার আইনের প্রয়োগ ও গণসচেতনতা

Abstract

চাই ভোক্তা অধিকার আইনের প্রয়োগ ও গণসচেতনতা” শিরোনামের প্রবন্ধটি, যা ইয়াসমিন আরা লেখা কর্তৃক রচিত এবং ১৫ মার্চ ২০১৮ তারিখে দৈনিক ইত্তেফাক–এ প্রকাশিত, বাংলাদেশে ভোক্তা অধিকার আইন কার্যকরভাবে বাস্তবায়নের জরুরি প্রয়োজনীয়তাকে গুরুত্বসহকারে তুলে ধরেছে। প্রবন্ধটিতে অনৈতিক ব্যবসায়িক আচরণ, স্বচ্ছতার অভাব এবং বিদ্যমান আইনের অপ্রতুল প্রয়োগের কারণে ভোক্তারা যে নানান সমস্যার সম্মুখীন হন, তা উল্লেখ করা হয়েছে। লেখাটি ভোক্তা সুরক্ষায় শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেয়, যাতে ভোক্তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন ও ক্ষমতাবান হতে পারেন। এতে বলা হয়েছে, ভোক্তা অধিকার রক্ষা ন্যায্য বাণিজ্য নিশ্চিত করা, বাজারে জবাবদিহি বৃদ্ধি এবং অর্থনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Description

Citation

ইয়াসমীন আরা লেখা। (২০১৮, মার্চ ১৫)। ভোক্তা অধিকার আইনের প্রয়োগ ও গণসচেতনতা। দৈনিক ইত্তেফাক।

Endorsement

Review

Supplemented By

Referenced By