স্বাস্থ্যখাতকে সেবাখাত হিসেবে গড়ে তুলতে করনীয়

Abstract

প্রবন্ধটিতে লেখক বাংলাদেশের স্বাস্থ্যখাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে এটিকে প্রকৃত অর্থে সেবাখাতে রূপান্তরের জন্য করণীয় পদক্ষেপসমূহ বিশ্লেষণ করেছেন। তিনি উল্লেখ করেন যে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি এবং মানবসম্পদের ঘাটতির কারণে সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা পাচ্ছে না। প্রবন্ধে স্বাস্থ্যকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, হাসপাতাল ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানে স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সামগ্রিকভাবে, লেখক মনে করেন যে শক্তিশালী নীতি, দক্ষ জনবল ও স্বচ্ছ প্রশাসনিক কাঠামো গড়ে তুললেই স্বাস্থ্যখাতকে জনগণমুখী সেবাখাত হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।

Description

Citation

ইয়াসমীন আরা লেখা।(২০০৯, এপ্রিল ৭)। স্বাস্থ্যখাতকে সেবাখাত হিসেবে গড়ে তুলতে করণীয়। দৈনিক ইত্তেফাক।

Endorsement

Review

Supplemented By

Referenced By