জীবন বাঁচাতে জীবন সাজাতে শুরু হোক পানি নিয়ে সমন্বিত নতুন ভাবনা

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

দৈনিক যায়যায়দিন

Abstract

ইয়াসমীন আরা লেখার “জীবন বাঁচাতে জীবন সাজাতে শুরু হোক পানি নিয়ে সমন্বিত নতুন ভাবনা” শীর্ষক প্রবন্ধটি, যা ২২ মার্চ ২০০৯ তারিখে ডেইলি যায়যায়দিনে প্রকাশিত হয়, বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত ও নতুন চিন্তার প্রয়োজনীয়তাকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। প্রবন্ধে বলা হয়েছে যে পানির সংকট, দূষণ এবং অপরিকল্পিত ব্যবস্থাপনা জনস্বাস্থ্য, কৃষি, পরিবেশ ও জীবনের সামগ্রিক মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। লেখক সরকারের নীতি-নির্ধারক, স্থানীয় জনগোষ্ঠী এবং সংশ্লিষ্ট অংশীজনদের যৌথভাবে কাজ করে টেকসই পানি নীতি প্রণয়ন, পানি সংরক্ষণকে উৎসাহিত করা এবং নিরাপদ পানির ন্যায়সঙ্গত প্রাপ্তি নিশ্চিত করার আহ্বান জানান। উদ্ভাবনী কৌশল গ্রহণ, পরিবেশবান্ধব ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই পানিসম্পদ ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব প্রবন্ধটিতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

Description

Citation

ইয়াসমীন আরা লেখা। (২০০৯, মার্চ ২২)। জীবন বাঁচাতে জীবন সাজাতে শুরু হোক পানি নিয়ে সমন্বিত নতুন ভাবনা। দৈনিক যায়যায়দিন।

Endorsement

Review

Supplemented By

Referenced By