পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে উত্তরা ইউনিভার্সিটিতে বর্ণিল উৎসব

Abstract

উত্তরা ইউনিভার্সিটিতে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে এক বর্ণিল উৎসব অনুষ্ঠিত হয়। স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অধীনস্থ হেরিটেজ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোসামী। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বলেন, বসন্ত এলে প্রকৃতি নতুন জীবনের আনন্দে মেতে ওঠে; নতুন পাতা, ফুল ও দখিনা বাতাস প্রকৃতির প্রেমের প্রকাশ। তিনি আশা প্রকাশ করেন যে শিক্ষার্থীদের মন-মানসিকতাও বসন্তের মতো সতেজ ও সুন্দর থাকবে। উৎসব উপলক্ষে স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণকে নানান রকমের বাহারি কারুকাজ ও বর্ণিল সাজে সজ্জিত করা হয়। দুই দিনব্যাপী এই আয়োজনে সঙ্গীত, পুতুল নাচ, নাগরদোলা, র‍্যাফেল ড্রসহ বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও, জেসিআই ঢাকা সেন্ট্রালের 'অনট্রপ্রেনার অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো'র সফট লঞ্চিং একই সঙ্গে অনুষ্ঠিত হয়। ১৪ ফেব্রুয়ারি বিকেল ৫টায় স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ও বাংলা বিভাগের চেয়ারম্যান সামজীর আহমেদের সমাপনী বক্তব্যের মাধ্যমে এই বর্ণিল উৎসবের সমাপ্তি ঘটে।

Description

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By