গবেষণাকে প্রাধান্য দিচ্ছে উত্তরা ইউনিভার্সিটি
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
দৈনিক দেশ রূপান্তর
Abstract
উত্তরা ইউনিভার্সিটি (ইউইউ) তার প্রতিষ্ঠালগ্ন থেকেই গবেষণা ও জ্ঞানচর্চাকে অগ্রাধিকার দিয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ও জব‑প্লেসমেন্ট সুবিধা দেওয়া হচ্ছে। ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ফর ইনোভেশন ২০২৫’‑এ বিশ্ববিদ্যালয় ২৭৬তম থেকে ২৫৭তম অবস্থানে উন্নীত হয়েছে, যা গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমের প্রতিফলন। বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদের অধীনে ৩৮টি প্রোগ্রামে প্রায় ১২ হাজার শিক্ষার্থী এবং প্রায় ৪৫০ জন শিক্ষক রয়েছেন। গবেষণার ক্ষেত্রে শিক্ষক‑শিক্ষার্থী সক্রিয় অংশ নিচ্ছেন; গবেষণা সেল কর্মশালা ও প্রকাশনার আয়োজন করছে, যা Scopus‑সূচক জার্নালে প্রকাশ এবং আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। নিজস্ব ক্যাম্পাস ও আবাসিক‑সহায়ক সুবিধাসহ ইনক্লুসিভ শিক্ষাব্যবস্থা নির্মাণে বিশ্ববিদ্যালয় মনোযোগী হয়েছে।
Description
Citation
ইয়াসমিন আরা লেখা।(১৬ নভেম্বর ২০২৫)।(গবেষণাকে প্রাধান্য দিচ্ছে উত্তরা ইউনিভার্সিটি।দেশ রূপান্তর।Retrieved from https://www.deshrupantor.com/638824.