বিশ্ব শিক্ষক দিবস উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষকদের সম্মাননা প্রদান

Abstract

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৫ অক্টোবর উত্তরা বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য সেমিনার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষকতার মহৎ পেশায় দীর্ঘ ২০ বছর ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও সাফল্যের সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞান ও প্রেরণা দিয়ে আসা ১০ জন বিশিষ্ট শিক্ষককে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ই. মওদুদ বলেন, শিক্ষকরা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন, তারা জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি আরও উল্লেখ করেন যে উত্তরা বিশ্ববিদ্যালয় একটি শিক্ষক-শিক্ষার্থী পরিবার হিসেবে জ্ঞানচর্চা ও মূল্যবোধের বিকাশে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শিক্ষক, অধ্যাপক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়া শিক্ষকদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে র‍্যাফেল ড্র-এর আয়োজন করা হয়, যেখানে ১০ জন শিক্ষক পুরস্কৃত হন। অনুষ্ঠানটি আয়োজন ও সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন অফিস এবং পাবলিক রিলেশন অফিস।

Description

Citation

উত্তরা ইউনিভার্সিটি। (২০২৫, অক্টোবর ৫)। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠান। দৈনিক ইত্তেফাক।

Endorsement

Review

Supplemented By

Referenced By