বৈষ্ণবভাবনা কালে কালান্তরে: শ্রীমতী রাধার প্রকৃতি ও স্বরূপ অঙ্কনে জ্ঞানদাস ও গোবিন্দদাস
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
পত্রলেখা
Abstract
এই নিবন্ধে আমার উদ্দিষ্ট হলো বৈষ্ণবভাবনা কালে কালান্তরে গ্রন্থে উদ্ধৃত স্থাপনায়, বিশেষভাবে জ্ঞানদাস এবং গোবিন্দদাস–র রাধা‑কৃষ্ণ প্রেম, রাধার প্রকৃতি ও স্বরূপচিত্রকরণ (রূপলীলায় রাধার উপস্থাপন) বিশ্লেষণ করা। এই পর্যায়ে বাংলা বৈষ্ণব পদাবলীর ঐতিহ্য এবং সেই ধারার ভেতরে রাধার ভূমিকায় সময়ক্রমে (কালে‑কালান্তরে) ঘটে যাওয়া পরিবর্তন ও ধারাবাহিকতা আলোচনা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, উৎসকালে (প্রাচীন পদাবলী) রাধাকে প্রেমিকার রূপে উপস্থাপন করা হলেও পরবর্তী যুগে‑যেমন জ্ঞানদাস ও গোবিন্দদাস‑র রচনায় রাধার পরিণত ভূমিকা, রূপ‑চিন্তা ও উপাসিকা চরিত্রের নতুন মাত্রা লাভ করেছে। সেই সঙ্গে দেখা গেছে, রাধার ব্যক্তিত্ব ও রূপ‑স্বরূপ পরিবর্তনের পাশাপাশি সামাজিক‑ধার্মিক প্রসঙ্গ ও পাঠক‑চিন্তায় তার অবস্থান পরিবর্তিত হয়েছে। এই গবেষণা বাংলা বৈষ্ণবচিন্তার ইতিহাস, রাধা‑কৃষ্ণ রূপকচিত্র এবং পদাবলীর মাধ্যমে রাধার প্রতিফলন সংক্রান্ত এক বিস্তৃত চিত্র পেশ করে।
Description
Citation
ইয়াসমিন আরা লেখা, (২০২২)। বৈষ্ণবভাবনা কালে কালান্তরে: শ্রীমতী রাধার প্রকৃতি ও স্বরূপ অঙ্কনে জ্ঞানদাস ও গোবিন্দদাস, পত্রলেখা ।