রবীন্দ্রনাথের ত্রয়ী প্রবন্ধে শিক্ষাভাবনা
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
বাংলা বিভাগ,উত্তরা ইউনিভার্সিটি,বাংলাদেশ
Abstract
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের বিস্ময়কর প্রতিভাসম্পন্ন পুরুষ। সাহিত্যের সব শাখায় তাঁর বিচরণ সফলতায় সমৃদ্ধ। প্রবন্ধসাহিত্যে রয়েছে তাঁর বিশেষ খ্যাতি। নানাবিধ প্রবন্ধ রচনায়-সমালোচনা সাহিত্যে তিনি মনোনিবেশ করেছিলেন। সেক্ষেত্রে শিক্ষা-বিষয়ক প্রবন্ধ এক মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত। রবীন্দ্র-প্রবন্ধের ভেতরে রবীন্দ্র-এয়ী প্রবন্ধ শিক্ষার হেরফের শিক্ষার বাহন' ও 'শিক্ষার মিলন' প্রবন্ধগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রবন্ধ-ত্রয়ীতে শুধু তাঁর শিক্ষা ভাবনাই নয়, রয়েছে এর পিছনে নানাবিধ ঘটনা একদিকে প্রবন্ধগুলোতে রবীন্দ্রনাদের শিক্ষা মানস, অন্যদিকে এই প্রবন্ধগুলো ঘিরে নানাবিধ ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল। তারই এক অনুপুঙ্খ বর্ণনা তুলে ধরার প্রয়াস এ-প্রবন্ধে বিদ্যমান।
Description
Keywords
Citation
Billah, Baki Bikul. (2017, January). “রবীন্দ্রনাথের ত্রয়ী প্রবন্ধে শিক্ষাভাবনা.” Lekhani: A Journal of Language, Literature and Culture, vol. 1, 1 Jan. 2017, pp. 67–77. Department of Bangla, Uttara University.