উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও ও নোভিস ন্যাশনালের ফাইনাল অনুষ্ঠিত

Abstract

বিএনডিপি ডিবেটার হান্ট শনিবার (২৭ এপ্রিল) শেষ হওয়ার পরপরই আয়োজনে অংশগ্রহনকারীদের নিয়ে ৫ ও ৬ মে উত্তরা ইউনিভার্সিটি মিলনায়তনে আয়োজন করে বিএনডিপি মে দিবস নোভিস ন্যাশনাল বিতর্ক প্রতিযোগিতা। এতে সারাদেশ থেকে ৪৮টি বিতর্ক দলের ১৩২ জন বিতার্কিক অংশগ্রহণ করেন এবং প্রায় ৯০ জন বিচারক বিচারকার্য পরিচালনা করেন। দুইদিনের এই আয়োজন আলোকিত করতে আয়োজনের সাথে ছিলেন দেশ সেরা সব প্রতিষ্ঠানের বিতার্কিক, বিচারক, সংগঠক, শিক্ষকসহ অনেকে।

Description

Citation

ইত্তেফাক ডিজিটাল ডেস্ক. (2024, May 7). উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও ও নোভিস ন্যাশনালের ফাইনাল অনুষ্ঠিত. Daily Ittefaq.

Endorsement

Review

Supplemented By

Referenced By