সমস্যার সমাধানে চাই সামাজিক অঙ্গিকার
| dc.contributor.author | ইয়াসমীন আরা লেখা | |
| dc.date.accessioned | 2025-11-05T04:59:47Z | |
| dc.date.issued | 2011-02-02 | |
| dc.description.abstract | প্রবন্ধটি সমাজে বিদ্যমান বিভিন্ন সমস্যার, বিশেষ করে যৌন হয়রানি ও ইভ টিজিংয়ের মতো অপরাধের সমাধানে সামাজিক অধিকার ও প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। লেখক উল্লেখ করেছেন যে, কেবল আইন বা প্রশাসনিক কঠোরতা দিয়ে এসব সমস্যার মূল উৎপাটন সম্ভব নয়, এর জন্য প্রয়োজন পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ। নিবন্ধে বলা হয়েছে, সামাজিক অপরাধ রোধে প্রতিটি নাগরিকের সচেতনতা জরুরি। পরিবারকে প্রাথমিক শিক্ষালয় হিসেবে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এবং সমাজকে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে নারীরা নিরাপদে তাদের অধিকার ভোগ করতে পারে। লেখক মনে করেন, সামাজিক অধিকার প্রতিষ্ঠায় সকলের সক্রিয় অংশগ্রহণ ও অপরাধীর প্রতি ঘৃণা প্রদর্শনই এসব সমস্যার স্থায়ী সমাধানে সহায়ক হবে। | |
| dc.identifier.citation | ইয়াসমীন আরা লেখা।২০১১, ফেব্রুয়ারী ২)। সমস্যার সমাধানে চাই সামাজিক অধিকার। দৈনিক ইত্তেফাক। | |
| dc.identifier.uri | http://dspace.uttarauniversity.edu.bd:4000/handle/123456789/980 | |
| dc.publisher | দৈনিক ইত্তেফাক | |
| dc.subject.lcsh | Social Movement | |
| dc.subject.lcsh | Social Problem | |
| dc.subject.lcsh | Social Welfare | |
| dc.title | সমস্যার সমাধানে চাই সামাজিক অঙ্গিকার | |
| dc.type | Other |